Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ জুন, ২০১৬ ০২:০৬
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্পিকার
প্রতিদিন ডেস্ক

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) ভর্তি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন। চিকিৎসা শেষে ১০ জুন তিনি দেশে ফিরবেন। বিডিনিউজ।

সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাদরুল আহমেদ খান জানান, সিঙ্গাপুরের এনইউএইচের কেন্ট রিজ উইংয়ে ভর্তি হয়েছেন। গত ২৮ মে উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে শিরীন শারমিনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 

এই পাতার আরো খবর
up-arrow