রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা

মানুষ হত্যা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়

কুষ্টিয়া প্রতিনিধি

মানুষ হত্যা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু প্রার্থীর যে কোনো মূল্যে জেতার মনোবাঞ্ছার ফলে সহিংস ঘটনা ঘটছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে হত্যা করে নির্বাচনে বিজয়ী হতে চাইছেন। এটা নির্বাচনী রাজনীতির জন্য খুবই দুঃখজনক। এটা কোনোভাবেই কাম্য নয়। এই প্রবণতা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। তিনি গতকাল  দুপুরে কুষ্টিয়া পৌরসভা চত্বরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় সহিংস ঘটনা ঘটছে বলে যারা দাবি করছেন, তারা ঠিক কথা বলছেন না। দলীয় প্রতীকের সঙ্গে সহিংস ঘটনার কোনো যোগসূত্র নেই। এ সময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর