রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ভারতে যাওয়া সহজ করতেই ভিসা ক্যাম্প

--------------------------- হর্ষবর্ধন

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ঈদের ছুটিতে বাংলাদেশের মানুষের ভারতে যাবার ব্যবস্থা সহজ করা হয়েছে। এ দেশের মানুষের সুবিধার জন্যই ভিসা ক্যাম্প চালু করা হলো। গতকাল বারিধারায় হাইকমিশনের নতুন চ্যান্সারি ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই ঈদ ভিসা ক্যাম্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, ভিসা ক্যাম্প বাংলাদেশের মানুষের সুবিধার জন্য একটি পদক্ষেপ। এটিই বাংলাদেশে এ ধরনের প্রথম ঈদ ভিসা ক্যাম্প। ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, ঈদ ভিসা ক্যাম্প চলাকালীন ট্যুরিস্ট ভিসা আবেদনকারীরা বিনা অ্যাপয়েন্টমেন্টে সরাসরি তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আবেদনপত্র জমা নেওয়ার জন্য বিশেষ কাউন্টারের ব্যবস্থা করেছে। ভিসা আবেদনকারিদের জন্য এ ক্যাম্প ১৬ জুন পর্যন্ত সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা থাকবে।

সর্বশেষ খবর