রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ডেসকোর কাস্টমার কেয়ার কেন্দ্র আছে বলে জানা নেই

-------বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মানুষকে সেবা দিতে হলে তাদের অভিযোগও শুনতে হবে। আর গ্রাহকদের সেবা দেওয়ার আগে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড—ডেসকোর কোনো কাস্টমার কেয়ার কেন্দ্র আছে বলে জানা নেই। গ্রাহকদের সেবা দেওয়ার আগে ডেসকোর কর্মকর্তাদের নিজেদের পরিবেশ ঠিক করারও পরামর্শ দেন প্রতিমন্ত্রী। তিনি তাদের সতর্ক করে বলেন, আমি আপনাদের আড়াই বছর সময় দিয়েছি। কিন্তু আর না। গতকাল রাজধানীর এক হোটেলে ডেসকোর সঙ্গে হায়োসাঙ কোম্পানির মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ প্রকল্পটি বাস্তবায়ন হলে ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ ১৩২ কেভি লেভেলে এবং ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ৩৩ কেভি লেভেলে গ্রহণের সক্ষমতা বৃদ্ধি হবে।

সর্বশেষ খবর