Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৫ জুন, ২০১৬ ০২:৫০
ঢাবিতে আলোচনাসভা
ঐতিহাসিক ছয় দফাই স্বাধীনতা এনে দিয়েছে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঐতিহাসিক ছয় দফা দাবির ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, ১৯৬৬ সালের ছয় দফাই বাংলার স্বাধীনতা এনে দিয়েছে। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ঢাবির আর সি মজুমদার মিলনায়তনে ‘ছয় দফার ৫০ বছর পূর্তি’ শীর্ষক আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাহফুজা খানম। বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ উল আলম লেনিন প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

মতিয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে এই ছয় দফা এসেছে। ১৯৭০ সালের নির্বাচন ছিল ছয় দফার মেন্ডেট। বাঙালির মুক্তির সোপান ছিল এই ছয় দফা। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছয় দফা একটি ন্যায্য দাবি ছিল। ১৯৬৬ সালের ছয় দফা মূলত আলোচিত হয়েছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মাধ্যমে। মুক্তিযুদ্ধের অপরিহার্য ও গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল এই ছয় দফা।
up-arrow