Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ জুন, ২০১৬ ০২:৫৪
আন্তঃকলেজ বিতর্ক
চ্যাম্পিয়ন ঢাকা কলেজ রানার আপ কমার্স কলেজ
নিজস্ব প্রতিবেদক

কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৬ গতকাল শেষ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ। রানার আপ হয়েছে ঢাকা কমার্স কলেজ। মিরপুরে ঢাকা কমার্স কলেজের প্রফেসর কাজী ফারুকী অডিটরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংসদীয় পদ্ধতির ওই জাতীয় বিতর্কের চূড়ান্ত প্রতিযোগিতার বিষয় ছিল- ‘এই সংসদ শিক্ষার উন্নয়নে প্রাথমিক ও মাধ্যমিক খাতে বাজেট বৃদ্ধি করবে’। গতকাল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নটরডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফাদার বেঞ্জামিন কস্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক। এ সময় অধ্যক্ষ অধ্যাপক মো. আবু সাইদ, অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

up-arrow