সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান

——— মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এখন রাজনীতিশূন্য হয়ে পড়েছে বাংলাদেশ। একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। গণতন্ত্রের সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর অন্যতম হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে পুরোপুরিভাবে দলীয়  কমিশনে পরিণত করা হয়েছে। এই সরকার বিরোধী দল ও গণতন্ত্রের জন্য কোনো ক্ষেত্র তৈরি করতে চায় না। গতকাল বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপির সহ-সভাপতি নুর করিম এতে সভাপতিত্ব করেন। সরকারকে হুঁশিয়ার করে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে বিরোধী দলগুলোকে তাদের রাজনৈতিক কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চালাতে দিন। গণতন্ত্রকে স্বাভাবিক গতিতে চলতে দিন। নইলে এমন অবস্থার সৃষ্টি হবে, যা আপনাদের পক্ষে প্রতিহত করা সম্ভব হবে না। সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর