Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ জুন, ২০১৬ ০৩:৪৮
শিশু সুরক্ষা মেলায় বক্তারা
বাল্যবিয়ে ঠেকাতে প্রশাসনের সহযোগিতা জরুরি
নিজস্ব প্রতিবেদক

আইনের মাধ্যমে বিয়ের বয়স নির্ধারণ করা হলেও ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে কম বয়সী মেয়েদেরও বিয়ে দেওয়া হচ্ছে। এমনও দেখা গেছে, সনদ অনুযায়ী মেয়ের জন্মতারিখ মা-বাবাও বলতে পারেন না। এই অনিয়মের হোতাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। গতকাল  রাজধানীর কড়াইল বস্তিতে পল্লীবন্ধু এরশাদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিশু সুরক্ষা মেলায় বক্তারা এ কথা বলেন। ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ কর্মসূচির উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলে।

প্রথম পর্বের আলোচনা সভায় ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের পরিচালক কে এ এম মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মুজিবুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ কমিউনিকেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেহা কাপিল, ঢাকার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা কামরুন নাহার, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক খান আবুল বাশার, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আরা বেগম, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন খান, স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন ব্র্যাকের কর্মসূচি সমন্বয়ক সদরুল হাসান মজুমদার।

এই পাতার আরো খবর
up-arrow