মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে ৬ কোটি টাকার বিলাসী গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ৬ কোটি টাকার বিলাসী গাড়ি জব্দ

মিথ্যা ঘোষণায় আনা একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। গতকাল বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ড থেকে গাড়িটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শামীমুর রহমান বলেন, ‘চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় রেঞ্জ রোভার গাড়ি আনার খবরটি আমরা গোপনে জানতে পারি। রাজধানীর গুলশানের ঠিকানা ব্যবহার করে রিয়াজ মোহাম্মদ খান ইউ ব্যাগেজে গাড়িটি আনেন। কিন্তু গোয়েন্দারা সেই ঠিকানায় কোনো অফিস বা ওই নামে কাউকে পাননি। এতে বোঝা যায় নাম ও ঠিকানাটা সঠিক নয়। ২০১৩ মডেলের ৩০০০ সিসির গাড়ি আনার ঘোষণা দেওয়া হলেও মূলত এটি ২০১৪ মডেলের এবং ৫০০০ সিসির। যার বাজারমূল্য ৬ কোটি টাকা। ফলে তিনি নানাভাবে তথ্য গোপন ও মিথ্যা বর্ণনা দিয়েছেন।’ শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইংল্যান্ড থেকে আসা এ গাড়িটি খালাস করে নিয়ে যেতে পারলে সরকার প্রায় ৩ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হতো। ইউ ব্যাগেজে করে গাড়িটি আনা হয়েছে বলে এর কোনো আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেই। রিয়াজ মোহাম্মদ খান নামের ওই যাত্রীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্মকর্তারা জানান, সাধারণত কোনো প্রবাসী বিদেশ থেকে স্থায়ী বা অস্থায়ীভাবে ফিরে আসার সময় তার ব্যবহৃত পণ্য কার্গোতে বুকিং দিয়ে আনাটাই ইউ ব্যাগেজ। এ নিয়মে পণ্যের সঠিক বিবরণ ও তথ্যাদি ঘোষণা দিয়ে বৈধ যে কোনো পণ্য আনতে পারেন প্রবাসীরা। কিন্তু মিথ্যা ঘোষণা দিয়ে আনার অর্থ হচ্ছে রাজস্ব ফাঁকি দেওয়া।

সর্বশেষ খবর