মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

শ্রীলঙ্কায় বাংলাদেশ নৌবাহিনীর ত্রাণ

ঘূর্ণিঝড়, ভূমিধসসহ আকস্মিক বন্যায় সৃষ্ট মানবিক বিপর্যয়ে দুর্যোগকবলিত শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় বিতরণের উদ্দেশ্যে ১০৫ টন জরুরি ত্রাণসামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে নিরাপদ পানি, ওয়াটার পিউরিফায়ার, জীবন রক্ষাকারী ওষুধ, বস্ত্র, তাঁবু, জেনারেটর ইত্যাদি।

৫ জুন বানৌজা ‘বঙ্গবন্ধু’ শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছায়। পরে সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তারিক আহসান দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এস এস মিয়ানাওয়ালার কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। আইএসপিআর।

সর্বশেষ খবর