মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

খেলাপি ঋণ আদায়ে বিশেষ অভিযানে রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

শ্রেণিকৃত ঋণ আদায়ে দেশব্যাপী বিশেষ অভিযানে নেমেছে রূপালী ব্যাংক। আগামী দুই মাসে ৪০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলাপিদের বিরুদ্ধে এ অভিযান। ব্যাংকের শ্রেণিকৃত ঋণ থেকে নগদ আদায় হবে ১৭০ কোটি টাকা। অবলোপনকৃত ঋণ থেকে নগদ ৩০ কোটি এবং অ-শ্রেণিকৃত ঋণ থেকে নগদ ২০০ কোটি টাকা আদায় করা হবে। ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৪ সালে রূপালী ব্যাংক শ্রেণিকৃত ঋণ থেকে ১০৩ কোটি টাকা আদায় করেছিল। ২০১৫ সালে আদায় হয়েছিল ১১২ কোটি টাকা। ২০১৬ সালে শ্রেণিকৃত ঋণের পাঁচ মাসে (জানুয়ারি-মে পর্যন্ত) আদায় হয়েছে ১৪৫ কোটি টাকা। জানা গেছে, ব্যাংকটির মোট খেলাপি ঋণ ২ হাজার ৮৫ কোটি টাকা। ২০১৫ সালে যা ছিল ২ হাজার ৩৪১ কোটি টাকা।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের আশঙ্কাজনক বৃদ্ধির কারণে ব্যবসায়িক কর্মকাণ্ড দারুণভাবে ব্যাহত হচ্ছে। শ্রেণিকৃত ঋণের পরিমাণ যতই বাড়ছে, মুনাফা অর্জনের পথ ততই সংকুচিত হচ্ছে। ব্যাংকের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে খেলাপি ঋণ আদায়ের কোনো বিকল্প নেই। তাই ব্যাংকের সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় বিশেষ অভিযান চলছে।

সর্বশেষ খবর