Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৭ জুন, ২০১৬ ২৩:৪৪
৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক

যথাযথ মর্যাদায় বাঙালির মুক্তির সনদ ৬ দফা দিবস গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে ধানমন্ডি-৩২ নং বঙ্গবন্ধু ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।  

আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, মুকুল বোস, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আফজাল হোসেন, আবদুস সাত্তার, অসীম উকিল, মৃনাল কান্তি দাস, একেএম এনামুল হক শামীম  প্রমুখ। এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই পাতার আরো খবর
up-arrow