Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৮ জুন, ২০১৬ ২৩:১৬
সুনীল গমেজসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলার বনপাড়া ধর্মপল্লীর বাসিন্দা মুদি ব্যবসায়ী সুনীল গমেজসহ সাম্প্রতিক সময়ের সব হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে একটি চক্র। তারা শুধু সংখ্যালঘুদের হত্যা করছে না, তারা মুক্তমতসহ আপামর জনসাধারণের ওপর আক্রমণ করছে। আমরা এ অনিশ্চয়তা থেকে মুক্তি চাই।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের ওপর নির্যাতন, নিপীড়নেরও প্রতিবাদ জানান বক্তারা। তারা আরও বলেন, বিভিন্ন স্থানে সংখ্যালঘু, মুক্তমনারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়নি। আলাদা ট্রাইব্যুনাল গঠন করে এসব হত্যাকাণ্ডের বিচার করার আহ্বার জানান তারা। মানববন্ধনে আয়োজক সংগঠনের উপদেষ্টা হিউবার্ট গমেজ, মহাসচিব নির্মল রোজারিও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপ প্রমুখ উপস্থিত ছিলেন।
up-arrow