শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

কষ্টে আছে সাধারণ মানুষ : চরমোনাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কষ্টে আছে সাধারণ মানুষ : চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, রমজান মাস আসার আগেই দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। সাধারণ মানুষ বহু কষ্টে দিনাতিপাত করছেন। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যা কারও জন্যই কল্যাণকর নয়। তিনি দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান। বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের গতকাল চতুর্থ দিনের আলোচনায় পীর চরমোনাই এ কথা বলেন। পীর চরমোনাই আরও বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে শিক্ষানীতি করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। আর সে আলোকে প্রণীত পাঠ্যসূচি মুসলমানদের সন্তানকে হিন্দুত্ববাদে নিয়ে যাওয়ার কোশেশ করা হচ্ছে। যা কারো কাম্য নয়।

এহেন ইসলামবিরোধী পাঠ্যসূচি বাতিল করতে হবে। না হয় মুসলমানরা নীরবে বসে থাকবে না। তিনি বলেন, ক্ষমতার মোহই সন্ত্রাসের জন্মদাতা। ইসলামের কল্যাণে আত্মনিয়োগ করতে পারা-ই মুমিনদের আত্মতৃপ্ত হওয়া উচিত। ইসলামী জীবনযাপনে নিজেকে গড়ে তুলতে পারা প্রকৃত বুজুর্গি। সে ক্ষেত্রে কে কি বলল, তা না দেখে বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহিহভাবে দীন প্রতিষ্ঠার মেহনত করাই আল্লাহর নেক বান্দাদের কাজ হওয়া উচিত। তিনি বলেন, আল্লাহর কাছে সে বেশি সম্মানী, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। ইহকালে যে ব্যক্তি আল্লাহর রঙ্গে নিজেকে রঙিন করে সাজাতে পেরেছে তার মূল্যই তত বেশি হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর