Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১১ জুন, ২০১৬ ২৩:১৭
কঙ্গোর শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শুক্রবার কঙ্গো’র শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সেনাপ্রধান কঙ্গোর বুনিয়ার এ্যান্ড্রোমো সেনা ক্যাম্পের মার্টার স্কয়ারে (শহীদ সমাধি) পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সিএমটিডি’র কমান্ড্যান্ট, ওভারসিজ অপারেশন্স পরিদফতরের পরিচালক, ইএমই পরিদফতরের পরিচালক এবং মনুস্কতে বাংলাদেশ সেনাবাহিনীর কান্ট্রি সিনিয়র, ইতুরী ব্রিগেড কমান্ডার এবং ব্যানব্যাট-১/১৯ (২৬ ই বেঙ্গল) এর কন্টিনজেন্ট কমান্ডার উপস্থিত ছিলেন। কঙ্গো সফররত ৬ সদস্যের প্রতিনিধি দলটি গত ৮ জুন শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। আগামী ১৫ জুন দেশে প্রত্যাবর্তন করবে। আইএসপিআর।
এই পাতার আরো খবর
up-arrow