শিরোনাম
রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে

--------------- শাহরিয়ার কবির

নিজস্ব প্রতিবেদক, খুলনা

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ধর্মের ব্যাপারে রাষ্ট্রকে নিরপেক্ষ থাকতে হবে। সাম্প্রদায়িকতার ভয়ে হিন্দু নারীরা এখন শাখা-সিঁদুর পরা বন্ধ করে দিয়েছেন। হিন্দু মেয়েরা বোরখা পরে বাইরে বের হচ্ছে। কিন্তু তারপরও তারা নিজেদের রক্ষা করতে পারছে না।  গতকাল খুলনা বিএমএ ভবনে ‘ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্ব বক্তৃতা করেন বিচারপতি সামছুদ্দিন মানিক, প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, কাজী মুকুল, মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলী। ‘ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

সর্বশেষ খবর