রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

খুলনায় পুরোহিতদের নিয়ন্ত্রিত চলাফেরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পরপর দুজন পুরোহিত খুনের পর খুলনার পুরোহিতদের নিয়ন্ত্রিত চলাফেরার পরামর্শ দিয়েছেন পূজা উদযাপন ও মন্দির কমিটির নেতারা। একই সঙ্গে মন্দিরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুরোহিতদের নিয়ন্ত্রিত চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। একাকি চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। মহানগরের ৬২টি মন্দিরে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খুলনার আর্য্য ধর্মসভা কালিবাড়ি মন্দিরের পুরোহিত মধূসুদন ভট্টাচার্যের ছেলে শুভ্রত ভট্টাচার্য বলেন, বাবাকে (পুরোহিত) বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। বের হলেও লোকজন সঙ্গে নিয়ে চলতে হচ্ছে।

এদিকে পুরোহিত হত্যার প্রতিবাদে গতকাল দুপুরে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। এর আগে সকালে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের উপস্থিতিতে সার্কিট হাউসে পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়।

সর্বশেষ খবর