রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। এ উপলক্ষে গতকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ ও ছাত্রলীগ। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রলীগ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন. দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা প্রমুখ।

এ ছাড়াও ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণ আলোচনা সভার আয়োজন করে। বিকালে যুবলীগ নেতৃত্ব গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সর্বশেষ খবর