রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

চাষি-কিষাণদেরও ট্যাক্স দিতে হবে

মুহিত

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে এখন কৃষকরা অনেক বড় হয়ে গেছে। তারা এতদিন কর অব্যাহতি পেলেও তা আর বেশি দিন চলবে না। এখন সময় হয়েছে আমাদের চাষি-কিষাণদেরও ট্যাক্স দিতে হবে। তিনি জানান, দুই বছর পর থেকেই চাষি-কিষাণদের কাছ থেকে আয়কর আদায় করা হবে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট সম্মেলন কক্ষে ‘জাতীয় বাজেট ২০১৬-১৭ পরবর্তী পর্যালোচনা : প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামের আলোচনা সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, এলাকা বেশি হয় নাই, কিন্তু এলাকার প্রোডাক্টিভিটি এত বেড়েছে— যে তাদের ওপর করারোপ করা যায়। যদিও এখন পর্যন্ত তারা কর অব্যাহতি পায়। তবে তাদের আয়ের ওপর করারোপ করতে হবে, পুরো উৎপাদনের ওপর নয়। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত এ সভায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য অধ্যাপক শামসুল আলম সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক এ সভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর