রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন সামসুজ্জামান রতন নামে এক ব্যবসায়ী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। রতন পেশায় একজন ঠিকাদার। ঘটনার সময় তিনি চিৎকার চেঁচামেচি করেও আশাপাশ থেকে কোনো সহযোগিতা পাননি। পরে ওই ব্যবসায়ী রমনা থানায় এ বিষয়ে একটি মামলা করেন।

ব্যবসায়ী রতন জানান, তিনি বায়তুল মোকাররম এলাকা থেকে ৯ লাখ টাকা নিয়ে বিচারপতির বাসভবনের সামনে দিয়ে বাইসাইকেলে যাচ্ছিলেন। ডিএমপি সদর দফতরের সামনে আসামাত্র ডিবি পরিচয়ে তার পথরোধ করা হয়। এরপর অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মাইক্রোবাসে তোলা হয়। ওই মাইক্রোবাসে তিনজন ছিলেন। তারা তার ৯ লাখ টাকা নিয়ে কাঁচপুর ব্রিজের ওপর তাকে ফেলে যায়। এ সময় চিৎকার চেঁচামেচি করেও কোনো কাজ হয়নি। জানা গেছে, রতন বর্তমানে ডলার কেনাবেচার কাজ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর