Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুন, ২০১৬ ০১:৪৫
ইফতারে রওশনের কণ্ঠে গজল
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, এক যোগে কাজ করে দলকে সবাই এগিয়ে নিতে হবে। তাহলে পার্টি আগামীতে ক্ষমতার আসার সম্ভাবনা রয়েছে। গতকাল জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রমজানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) ছাড়া পৃথিবীতে কিছুই অর্জন সম্ভব না। জাপার সিনিয়র কো-চেয়ারম্যান বলেন, দরুদ শরিফ ছাড়া মহান আল্লাহ বান্দার কোনো দোয়া কবুল করেন না। এ সময় তিনি মাইকে গাইলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়...। বিরোধীদলীয় নেতার কণ্ঠে সুর মিলিয়ে পার্টির শীর্ষ নেতারা উচ্চস্বরে এই গজল গেয়ে ইফতার পার্টিকে ব্যতিক্রমী অনুষ্ঠানে পরিণত করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য না দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্ত্রী রওশনের কণ্ঠে গজল শুনে তাকে অভিনন্দন জানান। ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, বাহাউদ্দিন বাবুল, এ কে এম আসরাফুজ্জামান খান, ইসহাক ভূইয়া প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow