Bangladesh Pratidin

ফোকাস

  • এগারো জেলায় বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলরসহ নিহত ১১
প্রকাশ : সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুন, ২০১৬ ২৩:২২
বরিশালে ইন্টার্নদের কর্মবিরতি অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি অব্যাহত রয়েছে। নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণকারী পুলিশ কর্মকর্তা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসক নেতারা। গতকাল মেডিকেলের পঞ্চম তলায় ডক্টর্স ক্লাবে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। গত শুক্রবার মেডিকেলে এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার এসআই মনোজ কুমার অশালীন আচরণ করে বলে অভিযোগ ইন্টার্ন চিকিৎসকদের।

 এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার ক্ষমা প্রার্থনার দাবিতে শনিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করে তারা। যদিও এসআই মনোজ কুমারের দাবি, তিনি কোনো ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেননি। গুরুতর অসুস্থ বাবার চিকিৎসায় বার বার ডাক্তার ডেকেও না পেয়ে তিনি ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে গেলে উল্টো তার সঙ্গে দুর্ব্যবহার করেন ওই নারী ইন্টার্ন চিকিৎসক।

এই পাতার আরো খবর
up-arrow