সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

আইন অনুযায়ী জঙ্গিদের বিচার চাই : রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, প্রধানমন্ত্রী যখন বলেন সব গুপ্তহত্যার তথ্য আছে, তাহলে খুনিদের আগে থেকেই গ্রেফতার না করে এত লোক হত্যার সুযোগ দেওয়া হলো কেন? রব বলেন, আমরা জঙ্গি, সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার ও বিচার চাই। তবে তা অবশ্যই আইন ও আদালতের রায় মোতাবেক হতে হবে।’ গতকাল বিকালে নিজের উত্তরার বাসভবনে স্টিয়ারিং কমিটির এক সভায় তিনি এ কথা বলেন। আ স ম  রব বলেন, সুপ্রিমকোর্টের রায় মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেফতার না করা এবং যেনতেনভাবে রিমান্ডে না নেওয়ার আদেশ দেওয়ার পরও গত দুই দিনে ৩ হাজারেরও বেশি মানুষ গ্রেফতার করা হলো কীভাবে? আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া ফেরদৌসী, সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর