মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা
ট্যাক্সেস বারের সংবাদ সম্মেলন

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দাবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চেয়েছে। কর আইনজীবীরা বলেছেন, ৫ থেকে ১০ শতাংশ আয়কর নিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হলে দেশ উন্নত হবে, দেশে শিল্প-কারখানার সম্প্রসারণ ঘটবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বাজেট-পরবর্তী অর্থ আইন ২০১৬-১৭’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরদার আকিল আহম্মেদ ফারুকী। আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি আব্বাস উদ্দিন, সহসভাপতি আবদুল হামিদ, কোষাধ্যক্ষ জাফরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিভিন্ন সুপারিশ তুলে ধরে আব্বাস উদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করতে হলে ট্যাক্স আইন পরিবর্তন ও সংশোধন করতে হবে। অনেক আইন শিথিল করতে হবে। তার মতে, নতুন কোম্পানিকে অপ্রদর্শিত আয় দ্বারা শিল্প-কারখানা স্থাপনে ?এবং সহজ শর্তে কর অবকাশ সুবিধা দিলে বিনিয়োগকারীরা উত্সাহিত হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর