Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ জুন, ২০১৬ ০১:৩৬
শ্যামপুরের বরইতলা বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক

শ্যামপুর-কদমতলী এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। গতকাল দুপুরে বরইতলা রেললাইন বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কদমতলী থানার এসআই নজরুল ইসলাম জানান, আগুনে বস্তির ১৫-২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, আগুন এখন নিভে গেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

এই পাতার আরো খবর
up-arrow