Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ জুন, ২০১৬ ০১:৩৭
ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মিছিল
নিজস্ব প্রতিবেদক

খিলক্ষেত থানা ছাত্রলীগ সভাপতি ছিদ্দিকুর রহমান ও তার বাসায় হামলার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খিলক্ষেত শাখা ছাত্রলীগ। ছিদ্দিকুর রহমানের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল তার বাসায় হামলা করেছে। হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে বক্তব্য রাখেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বুলবুল, ৯৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রোমান হোসেন, ডুমনী ইউনিয়ন সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আরিফ প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow