বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

জাতিসংঘ অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭১তম সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ভাইস প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর আগে ইউএনজিএ ৭১তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের প্রার্থিতার প্রতি এশিয়া-প্যাসিফিক গ্রুপ (এপিজি) সমর্থন জানায়। এ ছাড়াও বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে বাংলাদেশসহ মোট ১৫টি দেশ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। নিয়ম অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য পি-৫ দেশ ইউএনজিএ অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকবে। ইউএনজিএ ৭১তম অধিবেশন সেপ্টেন্বরে শুরু হবে। ইউএনজিএর আসছে ৭১তম অধিবেশনের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার টমসন নির্বাচিত হয়েছেন। পিটার টমসন ইউএনজিএর বর্তমান প্রেসিডেন্ট ডেনমার্কের মোজেনস লিককিটপ্টের স্থলাভিষিক্ত হচ্ছেন। গোপন ব্যালটের ভোটে সাইপ্রাসের আন্দ্রেয়া ডি. মাভরোআন্নিসকে হারিয়ে পিটার টমসন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইউএনজিএর ৭১তম অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ জাতিসংঘ কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরতে সক্ষম হবে।

সর্বশেষ খবর