বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা
আহসান উল্লাহ মাস্টার হত্যা

ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় দেবেন। ৮ জুন শুনানি শেষে এ মামলার রায় ঘোষণার এ দিন ধার্য করা হয়। ২০০৪ সালের ৭ মে বিগত চারদলীয় জোট সরকারের সময় টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠের এক সমাবেশে আহসান উল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পর দিন ৮ মে নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ২০০৪ সালের ১০ জুলাই অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ ছাড়া দুজনকে খালাস দেওয়া হয়। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের ওপর গত ২১ জানুয়ারি শুনানি শুরু হয়। দণ্ডিতদের মধ্যে ইতিমধ্যে দুজন মারা গেছেন এবং ১৭ আসামি কারাগারে ও নয়জন পলাতক।

সর্বশেষ খবর