Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ জুন, ২০১৬ ০২:২১
ঈদের অগ্রিম বাস টিকিট সোমবার
প্রতিদিন ডেস্ক

ঈদ সামনে রেখে আগামী সোমবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ গতরাতে এ তথ্য জানান।

খবর বিডিনিউজ। তিনি বলেন, আগামী সোমবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হানিফ পরিবহনের উত্তরাঞ্চলের ম্যানেজার রাজু আহমেদও একই তথ্য জানান। তিনি বলেন, ২০ জুন সোমবার থেকে তাদের সব কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এদিকে ঈদে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট কবে থেকে বিক্রি করা হবে তার সিদ্ধান্ত হবে আজ বুধবার। রেলমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে আজ দুপুর দেড়টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকেই ঈদের আগের কোন দিনের টিকিট কোন দিন ছাড়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানিয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow