বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

দারিদ্র্যমুক্তিতে জামানতবিহীন ঋণ

নিজস্ব প্রতিবেদক

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সহযোগিতায় জামানতবিহীন ঋণ দেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ক্ষুদ্র ঋণের আওতায় এ কর্মসূচিতে মাত্র ৫ শতাংশ হারে সুদে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন উদ্যোক্তারা। ‘দারিদ্র্যমুক্তি’ নামে নতুন এ ঋণ কর্মসূচিতে সরল সুদে ১৮ মাস পর্যন্ত আবর্তনশীল মেয়াদ থাকবে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ব্যাংকের বোর্ডরুমে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জয়নুল হক সিকদার এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, রন হক সিকদার, স্বতন্ত্র পরিচালক মো. আনোয়ার হোসেন, মো. মাহাবুবুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর