বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

১৪ দল আছে থাকবে আমাদের ঐক্য আরও সম্প্রসারিত হবে

-----------মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৪ দল আছে, থাকবে। যতদিন আমাদের লক্ষ্য অর্জন না হয়, তত দিন থাকবে। প্রয়োজনে ১৪ দল আরও সম্প্রসারিত হবে, ঐক্যও সম্প্রসারিত হবে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম আরও বলেন, শেখ হাসিনার নির্দেশে ১৪ দল গঠিত হয়েছে। এটি একটি আদর্শিক জোট। শুধু ক্ষমতা ভাগাভাগি, নির্বাচনের জন্য নয়, ঐক্যবদ্ধভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই ১৪ দল গঠিত হয়েছে। তিনি বলেন, ১৪ দলের মূল নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঐক্যের প্রতীক। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ১৪ দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যান। এর কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তা না হলে অশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকে আমাদের ছুরিকাহত করবে।

সর্বশেষ খবর