Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৬ জুন, ২০১৬ ০০:০০
পাটকাঠি থেকে চারকোল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে
-------------মির্জা আজম
নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পাটকাঠি থেকে অ্যাকটিভেটেড চারকোল বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতে কৃষকরা পাট উৎপাদনে আবারও আগ্রহী হবেন। এভাবেই সোনালি আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। গতকাল চারকোল মালিকদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় জানানো হয়, দেশে প্রথম ২০১২ সাল থেকে বাণিজ্যিকভাবে পাটকাঠি থেকে অ্যাকটিভেটেড চারকোল উৎপাদন হয় এবং চীনে এ পণ্য রপ্তানি হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চারকোলের চাহিদা রয়েছে। দেশে এ পণ্য উৎপাদন বাড়লে আগামীতে জাপান, ব্রাজিল, তুরস্ক, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, কানাডা, মেক্সিকোসহ বিশ্বের বিভিন্ন দেশে চারকোল রপ্তানি সম্ভব হবে। বর্তমানে বিদেশে চারকোল দিয়ে তৈরি হচ্ছে- ফেসওয়াস, ফটোকপিয়ারের কালি, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ও জীবন রক্ষাকারী ওষুধ। বাংলাদেশে ১০-১২টি চারকোল উৎপাদনকারী        প্রতিষ্ঠান রয়েছে।

 

up-arrow