Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৬ জুন, ২০১৬ ০০:০২
১৪ দলের মানববন্ধনে অংশ নেবেন মুক্তিযোদ্ধারা

আগামী ১৯ জুন গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ১৪ দলের মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা, মহানগর ও উপজেলা কমান্ড কাউন্সিলকে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর মগবাজারের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আয়োজিত সভায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন। বিজ্ঞপ্তি।

up-arrow