বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

প্রকৃতি রক্ষার শপথে উদীচীর বর্ষাবরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকৃতি রক্ষার শপথে নাচ, গান ও কথামালার মধ্য দিয়ে বর্ষাবরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল আষাঢ়ের প্রথম দিনে সকাল ৭টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় এই বর্ষা উৎসব। যন্ত্রসংগীত শিল্পীদের সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষাবরণের এবারের আয়োজন। এরপর সমবেতভাবে শিল্পীরা পরিবেশন করে ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই’ গানটি। অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। সকালের শুভ্র প্রকৃতিতে প্রিয়াঙ্কার অনবদ্য গায়কীর শাস্ত্রীয় সংগীতে অনুষ্ঠান প্রাঙ্গণে অসাধারণ আবহ তৈরি হয়। উৎসবে দলীয় সংগীত পরিবেশন করেন অগ্নিবীণা ও ফোক বাংলার শিল্পীরা। একক সংগীত পরিবেশনে ছিলেন দেশের প্রথিতযশা শিল্পী মহাদেব ঘোষ, অনিমা মুক্তি গোমেজ, বুলবুল ইসলাম, বিমান বিশ্বাস, বিজন চন্দ্র মিস্ত্রী, জিনাত ফেরদৌস, নৃপেন মিস্ত্রী, সাজেদা বেগম সাজু, শেলী রউফ প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, বেলায়েত হোসেন, শিখা সেন গুপ্তা প্রমুখ। এ ছাড়া নৃত্য পরিবেশন করে নাচের দল নৃত্যম ও স্পন্দন। বর্ষা উৎসবে মাহমুদ সেলিমের গ্রন্থনা ও নির্দেশনা এবং বিপ্লব রায়হানের পরিচালনায় বিশেষ গীতি-আলেখ্য ‘বৃষ্টি পরে টাপুর টুপুর’ পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এ ছাড়াও, ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মিরপুর, বাড্ডা, তুরাগ, কাফরুল ও নবাবগঞ্জ শাখার শিল্পীদের পরিবেশনা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন বিখ্যাত কবি-সাহিত্যিকদের গান, কবিতা এবং লোকগানের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। প্রথা অনুযায়ী, প্রতিটি পরিবেশনা শেষে শিল্পী এবং দলগুলোকে উদীচীর পক্ষ থেকে গাছ উপহার দেওয়া হয়। এতে অংশ নেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী, সহসভাপতি শংকর সাওজাল এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।

সর্বশেষ খবর