Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জুন, ২০১৬ ০২:৪৩
নতুন স্কেলেই ঈদ বোনাস
নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরের বোনাস নতুন বেতন কাঠামোতেই পাবেন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। চলতি জুন মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তাদের ঈদ বোনাস হিসেবে যুক্ত হচ্ছে। বোনাসের এই অর্থ ১ জুলাইয়ের আগেও উত্তোলন করা যাবে। অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের সহকারী সচিব মো. সামীম আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় গতকাল বলা হয়েছে, ‘পবিত্র ঈদুল ফিতর, ২০১৬-এর উৎসব ভাতা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী জুন ২০১৬ মাসের মূল বেতনের ভিত্তিতে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই পাতার আরো খবর
up-arrow