বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ

‘রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ইল মোটিভ ও পলিটিক্যাল নিপীড়নের উদ্দেশ্যে কাউকে আটক করিনি। আগে প্রতিদিন কমবেশি দুই হাজারের মতো আটক করা হতো। এখনো তা-ই হচ্ছে।’ তিনি বলেন, প্রতি থানায় ২০ জন করে আটক করা হলেও আটকের সংখ্যা ১২ হাজার ৬০০ জন হয়। যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের অনেকেই পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া জঙ্গি তো আছেই। গতকাল দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন একটি বৈশ্বিক যুদ্ধ। আর এ যুদ্ধে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একত্রে কাজ করবে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন নাগরিকসহ অন্যদের নিরাপত্তায় সহযোগিতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলাপ হয়েছে। এ সময় তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামী নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতের ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা চিঠিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনার জোরালো বক্তব্যের প্রশংসা করেন।

সর্বশেষ খবর