Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১৬ জুন, ২০১৬ ০২:৪৫
দুই হাসপাতালকে অ্যাম্বুলেন্স দিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ এবং তারেক মেমোরিয়াল হাসপাতালের কাছে দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ উপলক্ষে গতকাল বিকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের দুই যুগ পূর্তি উদযাপন উপলক্ষে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম। এ সময় কালের কণ্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা জায়তুন বিনতে সোলায়মানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
up-arrow