শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে অজ্ঞান পার্টির ২১ জন আটক, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে অজ্ঞান পার্টির ২১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের ৬ মাস থেকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সকালে নগরীর তিন স্পটে অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির আন্তঃজেলা তিন নেতাসহ ২১ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন কমলাপুর রেল স্টেশন থেকে আবুল হোসেন, মনিরুল ইসলাম, মুনসুর আলী, শহিদ, শাহজাহান, আবুল হোসেন; গোলাপশাহ মাজার থেকে রাজু, আবু সাঈদ, নুরজ্জামান, জাকির হোসেন ও আব্দুর রহমান এবং গুলিস্তান বাসস্ট্যান্ড থেকে নূর ইসলাম, সন্তোষ কামার দে, জুয়েল, আল মামুন, হোসেন মোহাম্মদ সুমন ও জুম্মন। তাদের কাছ থেকে নেশা জাতীয় নানা দ্রব্যও উদ্ধার করা হয়। মনিরুল ইসলাম বলেন, আটকরা যাত্রীবেশে গুলিস্তান-যাত্রাবাড়ী-মাওয়া রুটে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলগামী লঞ্চগুলোতে এবং কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন রুটের রেলগাড়ীতে ক্যানভাসার এবং সাধারণ যাত্রী বেশে চলন্ত বাসে ও রেলগাড়িতে উঠে যাত্রীদের টার্গেট করে বিভিন্ন কৌশলে নেশা জাতীয় উপাদান খাইয়ে অচেতন করে মালামাল লুট করে।  অনেক সময় নেশা জাতীয় উপাদানের মাত্রা বেশি হলে অচেতন ব্যক্তি মারাও যায়। প্রতিবছর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এদের তত্পরতা বেড়ে যায়। তাই এ বছর রোজার আগে থেকেই গোয়েন্দারা এদের অপতত্পরতা রুখতে অভিযানে নেমেছে। পুরো রমজান মাস জুড়েই অভিযান চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর