শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আইদুল ওরফে মামা সাগর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দাবি, মামা সাগর কারওয়ান বাজারের চাঁদাবাজ ছিলেন। এ ছাড়া তিনি সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। র‌্যাব জানায়, বুধবার রাত পৌনে ২টার দিকে র‌্যাব-২-এর সদস্যরা শেরেবাংলানগরে কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে সংসদ ভবন সচিবালয় স্টাফ কোয়ার্টারসংলগ্ন খেলার মাঠে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন। গভীর রাতে সেখানে অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবদের জন্য তাদের ডাক দিলে ওই ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। র‌্যাবও পাল্টা গুলি করে। গুলিবিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী মামা সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর