শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

তিন বেকারিকে ছয় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বিএসটিআই লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কেক, সেমাই, ঘি, মিষ্টি, লাড্ডু, পাউরুটি, টোস্ট, বিস্কুট ও বেকারী পন্য উত্পাদন করায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে তিন বেকারীর নয়জনকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন।

বেকারী তিনটি হলো রানা ব্রেড এন্ড বিস্কুট, এস আর সাথী বেকারি ও খান ফুড প্রোডাক্টস। সকালে র‌্যাব-২ এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রানা ব্রেড এন্ড বিস্কুটের সাইফুল ইসলাম, বাদল, ইকবাল, কালাম, গোবিন্দ চন্দকে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদণ্ড; এস আর সাথী বেকারির দুলাল মিয়া ও সুমন মিয়াকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ড এবং খান ফুড প্রোডাক্টসের আব্দুর রউফ ও সবুজ হাওলাদারকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে দেখা গেছে তারা এসব খাদ্য দ্রব্যে নিষিদ্ধ ঘন চিনি, তথ্য বিহিন টেক্সটাইল রং ও ফ্লেভার ব্যবহার করছে। এছাড়া খাদ্য পণ্যের প্যাকেটে অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের লগো ব্যবহার, উত্পাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা না থাকা, মূল্য ও মেয়াদ না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের ৯ জনকে জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর