শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে ইয়াবা রুখতে যন্ত্র সংযোজন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ করে ইয়াবা পাচার রোধে  সীমান্তে নতুন নতুন প্রযুক্তি ও যন্ত্র সংযোজন করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডকে টহলের জন্য আরও জলযান দেওয়া হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি ও কোস্টগার্ড যেসব কাজ করছে সেগুলো আরও গতিশীল করতে হবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযানকে আরও ফলপ্রসূ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে মাদক সংক্রান্ত মামলাগুলোদ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র সচিব, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃংখলবাহিনী এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর