শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা
রানা প্লাজা ধস

ইথার টেক্সটাইলের এমডি জান্নাতুল ফেরদৌসের জামিনের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি ইথার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল  ফেরদৌসের জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। আসামি পক্ষে ছিলেন নুরুল ইসলাম সুজন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে পড়ে ১ হাজার ৩৩৬ জন মারা যান। আহত হন ১ হাজার ৫২৪ জন। ভবন ধসে প্রাণহানির ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেন সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ। মামলায় রানা প্লাজার মালিক  সোহেল রানা ও তার বাবা-মাসহ ৪১ জনের মধ্যে জান্নাতুল  ফেরদৌসও আসামি। এ মামলায় ১৫ মে জান্নাতুল ফেরদৌস বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর