Bangladesh Pratidin

ফোকাস

  • এগারো জেলায় বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলরসহ নিহত ১১
প্রকাশ : শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ জুন, ২০১৬ ২৩:৪৭
জঙ্গিবাদ-গুপ্তহত্যা রুখে দাঁড়ান
-------- ওমর ফারুক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ-গুপ্তহত্যা, সাম্প্রদায়িক সহিংসতা দেশবাসিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন-মানুষ খুন হবে, আতঙ্কের মধ্যে থাকবে কোনো দেশপ্রেমিক এটা মেনে নিতে পারে না। তাই আমাদের নিরব থাকলে হবে না। আসুন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গি তত্পরতা, গুপ্তহত্যা, সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াই।

গতকাল ঢাকা মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের ১৯ জুন মানববন্ধন সফল করার লক্ষ্যে যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান। উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন, মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ড. আহম্মেদ আল কবির, শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, আনোয়ারুল ইসলাম, মঞ্জুর আলম শাহীন, বদিউল আলম, আসাদুল হক আসাদ, ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।  বর্ধিত সভার আগে ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী যুবলীগ কর্মীদের মাঝে ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন।

এই পাতার আরো খবর
up-arrow