রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় কথিত বন্দুকযুদ্ধের সময় পুলিশের গুলিতে কামাল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলার শ্যাওলাডাঙ্গা গ্রামের আফসার হোসেনের ছেলে। পুলিশ বলছে, গতকাল ভোর রাতে সড়কপথে ডাকাতির সময় বন্দুকযুদ্ধে কামালের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চাপাতি, গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, রাত ৩টার দিকে মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চলছিল। এ খবর পেয়ে মাগুরা সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও গুলি ছুড়লে ডাকাত সরদার কামাল (৪২) নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। নিহত কামাল আন্তঃজেলা ডাকাত দলের নেতা। তার নামেই ডাকাত দলটি পরিচালিত হতো।

অপরদিকে নিহত কামালের স্ত্রী জাহিদা বলেন, ‘শুক্রবার রাত ৯টার দিকে শ্যাওলাডাঙ্গা গ্রামে তাদের বাড়ির সামনে একটি দোকানে বসে থাকা অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে আমরা জানতে পারি তাকে মঘিরঢাল এলাকায় নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।’

সর্বশেষ খবর