রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

বনশ্রী-আফতাবনগরে জলাধারের সংখ্যা জানানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রী-আফতাবনগর এলাকায় কতটি জলাধার আছে তা নির্ণয়ের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বুয়েটের একজন অধ্যাপকের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি করে জলাধারের সংখ্যা ও জমির পরিমাণ নির্ণয় করে ৪৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে পরিবেশ মন্ত্রণালয়কে বলা হয়েছে। আপিল বিভাগের দেওয়া এ আদেশের লিখিত অনুলিপি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বলে আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান। বনশ্রী-আফতাবনগরে কতটি জলাধার ও জলাভূমি ছিল তা নির্ণয়ে হাইকোর্টে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আবেদন করা হয়। ১০ মে হাইকোর্টে এ আবেদন খারিজ হওয়ার পর আবেদনকারী পক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিলে যায়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের জানান, ওই এলাকায় অনেক জলাধার ভরাট করা হয়েছে। এখনো অনেক জলাভূমি ভরাট করা হচ্ছে। তাই জলাধার রক্ষায় পরিবেশ ও জলাধার আইনের ভিত্তিতে হাইকোর্টে আবেদন করা হয়।

সর্বশেষ খবর