সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

জামালপুরের আট জনের রায় যেকোনো দিন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের মো. আশরাফ হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে যেকোনো দিন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এ মামলার অন্য আসামিরা হলেন- শরীফ আহমেদ, শামছুল হক, এস এম ইউসুফ আলী, মো. আবদুল মান্নান,  মো. আবদুল বারি, মো. হারুন ও মো. আবুল কাসেম। এদের মধ্যে শামসুল হক ও ইউসুফ আলী আটক। অন্যরা পলাতক। আসামিদের মধ্যে শরীফ আহমেদ ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক। যুক্তিতর্কে প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা খালাসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর তুরিন আফরোজ ও তাপস কান্তি শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী মিজানুর রহমান, গাজী এম এইচ তামিম ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস সোবহান তরফদার শুনানি করেন। গত ১৪ জুন এ মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। গত বছরের ২৬ অক্টোবর বিচার শুরু হয়।

এ মামলার আসামিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুট ও গুমসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

 

সর্বশেষ খবর