Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ জুন, ২০১৬ ০০:১১
ড. সৈয়দ সফিউল্লাহ স্মরণসভা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ড. সৈয়দ সফিউল্লাহ স্মরণসভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ড. সৈয়দ সফিউল্লাহ ছিলেন মনেপ্রাণে বিজ্ঞানি, পাশাপাশি সমাজ সচেতন রাজনৈতিক কর্মী।

জাতীয় প্রেসক্লাবে গতকাল বিকালে এ স্মরণসভায় সভাপতিত্ব করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম  চৌধুরী, সিপিবি নেতা হায়দার আকবর খান রনো, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. জসীম উদ্দিন আহমদ, সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটিএম নুরুল আমিন ও ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। বিজ্ঞপ্তি।

এই পাতার আরো খবর
up-arrow