সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

গুপ্ত হত্যাকারীদের গ্রেফতারের দাবি তিন খ্রিস্টান সংগঠনের

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গুপ্তহত্যার সঙ্গে জড়িত জঙ্গি ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে তিন খ্রিস্টান সংগঠন। সংগঠনের নেতারা সবার জীবনের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। কর্মসূচিতে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ও ঢাকা ওয়াইএমসিএ অংশ নেয়।মানববন্ধন কর্মসূচিতে নেতারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। কিন্তু কুচক্রী দুষ্কৃতকারীরা দেশকে অশান্ত করার চক্রান্ত করছে। ধর্মের নামে মানুষ হত্যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। কোনো ধর্মই এমন হত্যা সমর্থন করে না। তারা বলেন, আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই। উপসনালয়ে নিরাপদে প্রার্থনা করতে চাই। এসব হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ গুপ্তহত্যাকারীদে কঠোর শাস্তি না দিলে এ ঘটনা বাড়তেই থাকবে।

কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে গির্জা, প্যাগোডা, মন্দিরসহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, উপদেষ্টা হিউবার্ট গোমেজ, প্রচার সম্পাদক হেমন্ত আই কোড়াইয়া, সহসভাপতি সুধীন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পী প্রমুখ।

সর্বশেষ খবর