মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা
মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ

প্রধান আসামি সেই ছাত্রলীগ নেতা জামিনে মুক্ত

প্রতিদিন ডেস্ক

প্রধান আসামি সেই ছাত্রলীগ নেতা জামিনে মুক্ত

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সেন সুমন উচ্চ আদালত  থেকে জামিনের পর মুক্তি  পেয়েছেন। মাগুরার মুখ্য বিচারিক হাকিম স্বাক্ষরিত আদেশের পর  সোমবার সন্ধ্যায় তাকে জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন মাগুরা জেলা কারাগারের সুপার তায়েফ উদ্দিন মিয়া। খবর বিডিনিউজের। সেন সুমন মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। গত বছরের ২৬ জুলাই ঢাকার মিরপুর  থেকে তাকে আটক করে র‌্যাব। তায়েফ উদ্দিন জানান, সুমন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তবে তাকে কত দিনের জামিন দেওয়া হয়েছে তা জানা যায়নি। ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের  দোয়ারপাড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভূইয়া নামে একজন নিহত হয়। এ ছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হন এক পক্ষের নেতা কামরুল ভূইয়ার ভাবী অন্তঃসত্ত্বা নাজমা বেগম। পরদিন গুলির ক্ষত নিয়েই জন্ম হয় তার শিশুর। এ ঘটনায় ২৫ জুলাই মমিন ভুইয়ার ছেলে রুবেল সুমন  সেনকে প্রধান আসামি করে সদর থানায় ১৬ জনের নামে মামলা করেন। মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন এরই মধ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তদন্ত শেষে এজাহারভুক্ত এক আসামির নাম বাদ ও নতুন তিন জনের নাম যোগ করে পরবর্তীতে ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

সর্বশেষ খবর