Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ জুন, ২০১৬ ২৩:৩৬
এ বছরই প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ বছরই প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিল করা হচ্ছে। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে। তাই একই সঙ্গে দুটি পাবলিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্যে মন্ত্রিপরিষদ বিভাগে উত্থাপন করা হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক রয়েছে। কিন্তু এবার থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি পর্যায়ক্রমে অবৈতনিক ও বাধ্যতামূলকও করা হবে।

এই পাতার আরো খবর
up-arrow